বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এটি বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য জানিয়েছেন।
জানা গেছে, দেশের মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিএনপি।
এর আগে, দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিএনপি।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :