বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, যেকোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। তিনি মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বলেন, দেশের বর্তমান অস্থিরতা ও সংকট থেকে উত্তরণের জন্য আবারও নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকারই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষার এবং জ্ঞানচর্চার গুরুত্ব তুলে ধরে ছাত্রদের বর্তমান পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। তিনি সোভিয়েত ইউনিয়ন, চীনসহ বিভিন্ন দেশে বিপ্লবের পরের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির উদাহরণ দেন এবং বলেন, অতি বিপ্লবী মনোভাব নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা উচিত নয়।
প্রশাসনে দুর্নীতির বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে আমলাদের মধ্যে দুর্নীতি, চুরি এবং ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :