AB Bank
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫, ১৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই: তারেক রহমান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:২৩ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই: তারেক রহমান

সংস্কার ইস্যুতে নির্বাচন বিলম্বিত হলে স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠায় অনেক মানুষ জীবন দিয়েছে এবং পঙ্গু হয়েছে, তাই নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশের মানুষের অধিকার রক্ষায় নির্বাচন অতীব জরুরি এবং তার কোনো বিকল্প নেই।’

আজ রোববার রাজধানীর কদমতলী থানা বিএনপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।

একত্রিশ দফা নিয়ে কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘‘স্বৈরাচারের শাসনকালে অনেকেই দেশ সংস্কারের কথা বলতে সাহস পায়নি, কিন্তু তখনই বিএনপি একমাত্র দল ছিল, যা সংস্কারের কথা বলেছে। এখন অনেকেই সেই সংস্কারের কথা বলছে।’’

তিনি আরও জানান, বিএনপি দেশের রাজনীতিতে এবং দলের ভেতর পরিবর্তন আনতে চায়। তারেক রহমান বলেন, ‘‘নির্বাচন অবশ্যই নির্দিষ্ট সময় পরপর অনুষ্ঠিত হওয়া উচিত, অন্যথায় জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না।’’

চাঁদাবাজিতে জড়িত বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমান বলেন, অতীতে কোনো দল এমন শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি বলেও জানান তিনি।

রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় ও জেলা পর্যায়ের পর এখন থানা ভিত্তিক কর্মশালাও করছে দলটি। তার অংশ হিসেবে রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন কদমতলী থানা বিএনপি আয়োজিত এ কর্মশালা।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!