বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতেই হবে।
ফেনীর সোনাগাজীতে যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে "আমার বিএনপি পরিবার"।
এছাড়াও ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় শহিদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়।
ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে আরও স্বৈরাচারী সরকার তৈরি হবে।
তারেক রহমান বলেন, ‘আজ আমাদেরকে দেখতে হবে, সংস্কার–সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? সংস্কার–সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। আমাদের যে হারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হচ্ছে, যে হারে বেকার সমস্যা হচ্ছে, যে হারে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, যে হারে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ছে যদি এই সবকিছুকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, যদি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে লাগাম টেনে ধরতে হয়, তাহলে অবশ্যই জনগণের সেই সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে।’
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :