বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। তবে তিনি স্পষ্ট করে জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে বিএনপি একমত হবে না।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, দেশে চলমান ঘটনাগুলোর জন্য সরকার দায় এড়াতে পারে না।
এদিন সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ ও মেজর হাফিজ উদ্দিন আহমেদ ছিলেন।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :