AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৈষম্যবিরোধীদের বিদেশি নেতাদের প্রতি এত আগ্রহ কেন : আলাল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
বৈষম্যবিরোধীদের বিদেশি নেতাদের প্রতি এত আগ্রহ কেন : আলাল

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বৈষম্যবিরোধীরা তিন দেশের তিন আদলে দল গড়তে চান। বাংলাদেশে এত মহান নেতা থাকতে, এ দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি এ প্রশ্ন করেন।

শেখ হাসিনাবিরোধী আন্দোলন বিএনপি ১৬ বছর এককভাবে করেছে দাবি করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছে বিএনপি। অন্যদের পরামর্শ নিতেও আমরা প্রস্তুত। এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।

সেনাবাহিনীর কাছে আশ্রয় নেয়া কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তাদেরকে কোথাও পার করে দেয়ার ব্যবস্থা হয়ে থাকলে সেই বিষয়ে তদন্ত হওয়া দরকার।

এনজিও করা আর দেশ পরিচালনা করা এক নয় মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত। ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানুন। এসময় অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।

 

একুশে সংবাদ/বিএইচ
 

Link copied!