খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ছাত্রদল বিক্ষোভ করেছে।
এর আগে এদিন দুপুরে ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এরপর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল ঢাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :