বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে দেশ এক ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। কখন, কোথায় কী ঘটছে, তা পরিষ্কার নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অনুরোধ করছি—জাতিকে অনিশ্চয়তায় না রেখে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো- এমন কোনো কথাবার্তা বললেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয়। আমরা রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই। এখনো করি। আমরা অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব।
একুশে সংবাদ/দ.ই/এনএস
আপনার মতামত লিখুন :