AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরকার কি গৃহযুদ্ধের দিকে যেতে চায়: মির্জা ফখরুলের প্রশ্ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
সরকার কি গৃহযুদ্ধের দিকে যেতে চায়: মির্জা ফখরুলের প্রশ্ন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে ধামরাইয়ের যাত্রাবাড়ীতে বিএনপির এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয়, সে দেশে যদি শান্তিশৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, নৈরাজ্য সৃষ্টি হয়। এই সরকার কি জেনে শুনে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায় অথবা একটা গৃহযুদ্ধের দিকে যেতে চায়?’

এসময় তিনি আরও জানান, কিছু কিছু দল ও কিছু মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। এই দাবির প্রেক্ষিতে তিনি স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানান।

এ সময় মির্জা ফখরুল জানান, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলে স্বাগত জানাবে বিএনপি। তবে ক্ষমতায় থেকে নতুন দল গঠন করলে জনগণ কিংস পার্টি হিসেবে চিহ্নিত করবে।

এর আগে বিএনপির সমাবেশকে ঘিরে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করে নেতাকর্মীরা। দুপুর থেকে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ধামরাই পৌরশহর।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!