নির্বাচন বিলম্বিত না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, যদি নির্বাচন বিলম্বিত হয়, তাহলে জনগণের আস্থা এ সরকারের প্রতি হারিয়ে যাবে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, সঙ্কট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানাচ্ছি। নির্বাচন বিলম্বিত হলে এ সরকারের প্রতি আস্থা হারাবে মানুষ।
তার দাবি, বিএনপিকে নিশ্চিহ্ন করতে একটি মহল এখনো নানা ষড়যন্ত্র করছে, এ ষড়যন্ত্র অতীতে সফল হয়নি, এখনো হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, একটি দল সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চাইছে, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে, সেটি অবশ্যই জাতীয় নির্বাচনের ভোট হতে হবে।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণ হচ্ছে না। রমজান মাসে অন্তত দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :