নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আনুষ্ঠানিক ঘোষণা আজ শুক্রবার। বেলা ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজন শুরু হবে। এতে দলের নেতৃত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করা হবে।
নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে ওই এলাকায় এরই মধ্যে নির্মাণ করা হয়েছে মঞ্চ। ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জায়গার। বৃহস্পতিবার রাত থেকে এ নিয়ে কার্যক্রম শুরু হয়। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা।
মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেডিকেল টিম, পুলিশ বুথের পাশাপাশি আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। গত ১৪ সেপ্টেম্বর ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়।
এরই মধ্যে রাজনৈতিক দলের নাম প্রকাশ করা হয়ছে। আজ বড় আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) আত্মপ্রকাশ ঘটবে। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আখতার হোসেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসছে দুই নারী নেতৃত্ব। সেই সঙ্গে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিও ঘোষণা হতে পারে।
এছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। জাতীয় নাগরিক কমিটির যারা দলে যোগ দিচ্ছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই নাগরিক কমিটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :