একই দিনে রোজা ও ঈদ পালনের সম্ভাব্যতা নিয়ে পর্যালোচনার জন্য ওলামা মাশায়েখদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি। এ সময় তারেক রহমান রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘রমজান মাস আমাদের ধৈর্যশীল হওয়ার শিক্ষা দেয়। রমজান আমাদের শেখায় সংযম। কীভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে যত্ন নেওয়া রমজান আমাদেরকে শিক্ষা দেয়।
এসময় তিনি সৎ কাজে উৎসাহিত করতে ও অসৎ কাজ থেকে নিরুৎসাহিত হওয়ার কথা বলেন। ইফতার মাহফিলে অংশ নেন ইসলামি মিশন মাদ্রাসা ও শান্তিনগর বাজার জাতীয় মুসলিম মাদ্রাসার প্রায় ৭০ থেকে ৮০ জন শিশু এতিম ও ছাত্র-ছাত্রী।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :