সরকারের কাছে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রতিশ্রুতি দিয়ে কথা না রাখলে এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়বে।
সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, একটি জাতীয় নির্বাচন দরকার। কারণ, এদেশের মানুষ গত তিন টার্ম ভোট দিতে পারে নাই। আমরা এখনও দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপরেও দেশের জনগণের ন্যূনতম যে ভোটের অধিকার সেটা যদি ফিরিয়ে দিতে পারি তাহলে সংকট কিছুটা হলেও কাটতো।
তিনি আরও বলেন, সরকার বলেছে স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয়, সেই উদ্যোগ তারা হাতে নেবেন। এটা যদি কথার কথা না হয়, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।
এ সময় সরকারকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।
তিনি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল আছে। সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াই ভালো হবে।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সংকট এখনও কাটেনি। সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের শত্রু আছে। পার্শ্ববর্তী দেশ আর অন্য কেউ হোক। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি। তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।
শামসুজ্জামান দুদু বলেন, এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, সেইসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুণ—এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন।
তিনি বলেন, অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। কিন্তু নব্বইয়ের যে ছাত্র-গণঅভ্যুত্থান তখন কিন্তু ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি টেনে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। জানার পরও একটি সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। এ সময় জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাংবাদিক ও লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :