AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৯ পিএম, ৫ মার্চ, ২০২৫
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমীর খসরু

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু আরও জানান, আগামীতে যে সরকার আসবে, তারা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্যান্য অপরাধীদের বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘বিচার বিভাগে যে পরিবর্তন এসেছে এর মাধ্যমে বিচার বিভাগ আরও ভালোভাবে কাজ করবে। এটা তো চলতেই থাকবে। হাসিনা কেন, হাসিনার দুঃশাসনের সাথে যারা জড়িত সবার বিচার হতে হবে। হাসিনা তো বটেই। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে।’

দেশের অর্থনীতিতে বড় অবদানের তথ্য তুলে ধরে জাহাজ ভাঙ্গা শিল্প বিকাশে অ্যাসোসিয়েশনকে নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন তিনি।

পরে, বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোনো বিষয় সমাধান সম্ভব হবে না।

দেশের চলমান সংকট সমাধানে আবারও নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!