নির্ধারিত জাতীয় নির্বাচন রোডম্যাপ জানতে চেয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিল বিএনপি। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় বৈঠকের সময় নির্ধারণ করেছে ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং জানিয়েছে, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে।
বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে এ আলোচনায় জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, নির্বাচন নিয়ে প্রচলিত বিভ্রান্তি দূরীকরণ এবং সরকারের অবস্থান স্পষ্ট করার বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নির্বাচনকালীন প্রশাসন নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।
তবে বিএনপির রাজনৈতিক তৎপরতা এখানেই থেমে নেই। আগামী বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও দলটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :