নির্বাচনের আগে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর জোর দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ নতুনভাবে একটি স্বাধীনতার রূপ পেয়েছে। এ অবস্থায় দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আগে তিনটি শর্ত পূরণ অপরিহার্য। এই তিনটি শর্তের মধ্যে রয়েছে মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ।
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো দৃশ্যমান মৌলিক সংস্কার। জামায়াত এই সংক্রান্ত প্রস্তাব ইতোমধ্যে সংস্কার কমিশনে জমা দিয়েছে। এসব সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন আগের মতোই হবে এবং গণতন্ত্রের ভিত্তি শক্ত হবে না।
দ্বিতীয় শর্ত হিসেবে তিনি উল্লেখ করেন, দেশের জনগণের আস্থা ফেরাতে এবং শহীদদের আত্মার শান্তির জন্য গণহত্যাকারীদের বিচার করতে হবে।
তৃতীয়ত, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ গড়ে তুলতে হবে। "আমি জিতলে নির্বাচন সুষ্ঠু, না জিতলে দুষ্ট"—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এ জন্য রাজনৈতিক দল, সরকার ও সিভিল সোসাইটি—সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
জামায়াত আমির আরও বলেন, এসব শর্ত পূরণ না হলে মার্চ, ফেব্রুয়ারি কিংবা যেকোনো সময় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য হবে—তা একমাত্র আল্লাহই জানেন।
একুশে সংবাদ// আ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :