জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ শনিবার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি জানান, কমিশনের আমন্ত্রণে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।
কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে রাজনৈতিক অঙ্গনে বিদ্যমান মতপার্থক্য, জাতীয় নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য হচ্ছে দেশের সংকট নিরসনে একটি সর্বদলীয় ঐক্যমত গড়ে তোলা।ৎ
একুশে সংবাদ// চ.ট//এ.জে
আপনার মতামত লিখুন :