মার্কিন ট্যারিফ ইস্যুতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত না নিলে দেশের অর্থনীতি সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “গার্মেন্টস শ্রমিক, কৃষক ও খেটে খাওয়া মানুষই দেশের মূল চালিকাশক্তি। তাদের গুরুত্ব না দিলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
বিএনপির মহাসচিব বলেন, দেশ আমাদের ভবিষ্যৎ ও আমাদের নির্মাণ করতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের জন্য কিছু করবেন না।
মির্জা ফখরুল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের ধাক্কা দিয়ে কিছুই করতে পারবে না। গণতন্ত্রের কোন বিকল্প নেই, এটা চাপিয়ে দেওয়া যাবে না, এটার চর্চা করতে হবে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :