AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১০০ আসনে নারী প্রার্থী দেবে এনসিপি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৬ পিএম, ২২ এপ্রিল, ২০২৫

১০০ আসনে নারী প্রার্থী দেবে এনসিপি

জাতীয় সংসদের ১০০টি সাধারণ আসনে সরাসরি নারী প্রার্থীদের নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নারী শাখার নেতারা।

তারা বলেন, সংরক্ষিত আসনের প্রথা নারীদের জন্য মর্যাদাহানিকর এবং প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়নের পথে বড় বাধা। নারীদের অবাধ অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচনের বিকল্প নেই।

সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে’ আয়োজিত ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও  উত্তরাঞ্চলীয় সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।

এনসিপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে নারীদের প্রকৃত ক্ষমতায়নের জন্য নিজেদের লড়াই অব্যহত রাখতে হবে। জুলাই অভ্যুত্থানে নারীদের বড় ভূমিকা ছিল। বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে এসেছিল। অতীতের আন্দোলন সংগ্রামে নারীদের অবদান ছিল। কিন্তু নারী সমাজকে সেভাবে মূল্যায়ন করা হয়নি কখনো। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সুযোগ করে দিয়েছে। নারীদের যে ত্যাগ তার মূল্যায়ন করতে হবে।

তারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। তাদের মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর সুযোগ করে দিতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ১০০ নারী সরাসরি ভোটে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করবে, তাদেরকে আগামী ইলেকশনে  প্রত্যাখ্যান করতে হবে।

 

একুশে সংবাদ/দ.য/এনএস

Shwapno
Link copied!