ভারতের সংসদে সদ্য পাস হওয়া ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিলের দাবি ও দেশটিতে মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধের আহ্বানে গণমিছিল ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার ভারতীয় হাইকমিশনের দিকে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। তারা বলেন, বিতর্কিত এই বিল সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ এবং তা বাতিল করা উচিত।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাদ জোহর এ কর্মসূচি শুরু হবে বলে এক বিবৃতিতে মঙ্গলবার জানান সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
বিবৃতিতে তারা বলেন, “ভারতের ওয়াক্ফ সংশোধনী বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। এটি মুসলমানদের ধর্মীয় সম্পদ কেড়ে নেওয়ার মাধ্যমে তাদের মৌলিক অধিকার হরণ করার গভীর ষড়যন্ত্রের অংশ।”
নেতৃদ্বয় আরও বলেন, “ভারতে মুসলিমদের ওপর চলমান নিপীড়ন ও বৈষম্য আন্তর্জাতিক বিবেককে উদ্বিগ্ন করছে। বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্টভাবে জানিয়ে দিতে চায়—এই অন্যায় আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।”
তারা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান—ভারতের সাম্প্রতিক বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে এবং নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে।
বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদি জনতা এবং ইসলামী চেতনায় উদ্বুদ্ধ সকল নাগরিককে বুধবারের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে জোরদার করার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ব.জ/এনএস
আপনার মতামত লিখুন :