AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হচ্ছে: মির্জা ফখরুল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:২২ পিএম, ২৬ এপ্রিল, ২০২৫

বিএনপির সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হচ্ছে: মির্জা ফখরুল

চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আবারও গভীর হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, "চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির পুরনো সম্পর্ক রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে ১৫ বছর এই সম্পর্ক বন্ধ ছিল। এখন আমরা সেই সম্পর্ক আরও গভীর করছি।"

তিনি জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে চীন কোনো হস্তক্ষেপ চায় না। তবে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে। "চীন স্থিতিশীল, শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়," বলেন মির্জা ফখরুল।

বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলের পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

চীনের পক্ষ থেকে নেতৃত্ব দেন আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রধান পেং জিউবিন। তার সঙ্গে ছিলেন আইডিসিপিসির উপপরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ আরও কয়েকজন কর্মকর্তা।

এর আগে একই স্থানে পেং জিউবিনের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

 

একুশে সংবাদ//যু.প্র//এ.জে

Shwapno
Link copied!