চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন। তাকে ফেরাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অনুরোধ জানানো হয়েছিল। তার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন উপদেষ্টা তৌহিদ হোসেনকে। চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এবং তাঁর শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে দেশে ফিরতে হলে বিশেষ ফ্লাইটই একমাত্র উপায়।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দি হন খালেদা জিয়া। পরে করোনা পরিস্থিতিতে মানবিক বিবেচনায় তাঁকে মুক্তি দেওয়া হয়। ২০২4 সালের গণআন্দোলনের পর আদালতের আদেশে তাঁর কারাদণ্ড বাতিল করা হয়। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।
দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছেন, যার মধ্যে রয়েছে লিভার সিরোসিস, কিডনি ও হার্টের জটিলতা, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস।
একুশে সংবাদ// স.ট//এ.জে
আপনার মতামত লিখুন :