হযরত মোহাম্মদ (সাঃ) ব্যাঙ্গচিত্র ও ফরাসী প্রেসিডেন্টের ইসলাম বিরোধী মন্তব্যের বিরুদ্ধে রোমে সমাবেশ ও প্রতিবাদ সভা করছে মুসলিম কমিউনিটি।
ফ্রান্স দূতাবাসের সামনে খোলা জায়গায় আজান দিয়ে এ সময় জুম্মার নামাজ আদায় করে অভিনব প্রতিবাদ জানান। নামাজ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা কাউন্সিলের সভাপতি মাওঃ মিজানুর রহমান, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, সভাপতি হাসানুজ্জামান সহ বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগন।
এ সময় ফ্রান্সের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
রাসূল প্রেমিক ভক্তরা বলেন, আমাদের নবী (সাঃ)কে নিয়ে যে মন্তব্য করেছে তার তীব্র নিন্দা জানাই। ফ্রান্সের রাষ্ট্রপতির প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তা না হলে বিশ্বব্যাপী ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে নারী-পুরুষসহ অসংখ্য মানুষ প্রতিবাদে অংশ গ্রহণ করেন। বাংলাদেশি ছাড়াও ইতালিয়ানসহ অন্যান্য অভিবাসীরা সভায় অংশ নিয়ে প্রতিবাদ জানান। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কঠোর সমালোচনা করেন উপস্থিত বক্তারা।
একুশে সংবাদ/এআরএম
আপনার মতামত লিখুন :