আজ বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে চীনে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কেক কেটে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেন।
তিনি এ সময় বলেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ টিকে থাকবে। বঙ্গবন্ধু বাঙালি জাতিসত্বা উম্মোচনের মহানায়ক।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থরক্ষায় বঙ্গবন্ধুর রক্ত এত উজ্জিবীত ছিল, যার কাছে মরুভূমির নিষ্কলুষ সূর্যোদয় ছিলো ম্লান। তিনি বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে ধারণ করে সবাইক দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
একুশে সংবাদ/ কু.মি / এস
আপনার মতামত লিখুন :