AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফ্রান্সের ইভরোখ শহরে বৈশাখী উৎসব


Ekushey Sangbad
ইসরাত জাহান, ফ্রান্স
১১:২৭ এএম, ২০ মে, ২০২৩
ফ্রান্সের ইভরোখ শহরে বৈশাখী উৎসব

প্রথমবারের মত প্যারিস থেকে একশত কিলোমিটার দূরে ইভরোখ শহরে আয়োজন করা হয় বৈশাখী উৎসব। আর এ আয়োজন করে ইভরোখ শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ।

 

শুক্রবার আয়োজিত এ উৎসবে ইভরোখ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

 

আয়োজনের মধ্যে ছিল খেলাধুলাসহ নানা ধরনের খাবার। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য প্রবাসীরা দিনটিকে পালন করেন। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে এই প্রাণের মেলায় তারা অংশ নেন। বিভিন্ন ধরনের পিঠা-পুলি, পান্তা-ইলিশসহ সব দেশীয় খাবার আপ্যায়ন করা হয়।

 

আয়েজকদের মধ্য থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান শাহনাজ হোসেন, মাহী আক্তার রুনা ও মুনিতা।

 

এসময় আয়োজকরা বলেন পহেলা বৈশাখ বাঙ্গলির অস্তিত্ব। সব ভেদাভেদ দূর করে  বাংলাদেশ এগিয়ে যাবে প্রত্যাশা করেন তারা। দেশের সাথে ও দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে প্রবাসের পরবর্তী প্রজন্মের জন্য পহেলা বৈশাখের এ অনুষ্ঠানের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেন তারা।

 

একুশে সংবাদ/জ.র.প্র/জাহাঙ্গীর

Link copied!