মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি পাইকারি বাজারে দেশটির পুলিশের জেনারেল অপারেশন ফোর্স, ফেডারেল রিজার্ভ ইউনিট এবং ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় ভোরে যৌথ অভিযানে এসব অভিবাসীদের আটক করা হয়।
এ বিষয়ে জেনারেল অপারেশন ফোর্সের কমান্ডার জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ জন বাংলাদেশি, ২৮ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয় ও ৪৬ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছে।
তিনি বলেন, অভিবাসীরা বৈধ শনাক্তকরণ নথি (কাগজপত্র) উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় তাদের অভিবাসন আইনের বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে। আটকৃতদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :