গত ২০ এপ্রিল ২০২৪ লস অ্যাঞ্জেলেসে বর্ণিল আয়োজনে বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস-‘বালা’র সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উল্লাস’ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী কমিউনিটির অসংখ্য বাঙালি। বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়েছিল আমেরিকার অঙ্গরাজ্যের ক্যালিফোর্নিয়ার নর্থ হলিউড সায়েন্টোলজি অডিটোরিয়াম।
‘উল্লাস’ শিরোনামের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশে জনপ্রিয় সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেল। এসডি রুবেল বাংলা সংগীতের সুরের মূর্ছনায় রাত ৯টা ৪৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত উপস্থিত দর্শকদের মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন হাফিজুর রহমান এপোল, শিল্পী রহমান, আদনান খান, কাবেরী রহমান, আর্জিন কামান এবং নৃত্য পরিবেশন করেন লোপা মন্ডল, লুনা ভৌমিক।
সুর ও নৃত্যের মাঝে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীদের উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইশান, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস (বাফলা) এর সাবেক সভাপতি শিপার চৌধুরী, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস (বাফলা) এর সাবেক সভাপতি মোঃ শামসুদ্দিন মানিক, বর্তমান সভাপতি শাওন জিয়া, গ্রীষ্ম বরণ এর সভাপতি রফিকুল রহমান রাজু, টিয়া হাবিব, ভাষা সৈনিক ডাঃ মোহাম্মদ সিরাজুল্লাহ। বাংলাদেশ এসোসিয়েশন অফ লস এঞ্জেলেস-(বালা)’র সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, সাধারণ সম্পাদক আদনান খান, নির্বাচিত সভাপতি সুলতান শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক শ্যামল, অর্থ সচিব মোঃ লতিফুর রহমান খান, যোগাযোগ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কাবেরী রহমান, মোঃ আরিফুল ইসলাম নিরব, মোঃ তৌহিদুল ইসলাম টোটন, রকি, ১৯৫২ এর ভাষা সৈনিক ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ প্রমুখ অংশগ্রহণ করেন।
২০২৪-এ ‘বালা’ ১৯৫২-এর ভাষা সৈনিক ডাঃ মোহাম্মদ সিরাজউল্লাহ, সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেলকে আজীবন সম্মাননা প্রদান করে।
উল্লেখ্য, সংগীত শিল্পী ও চিত্রনায়ক এসডি রুবেল একাধারে কন্ঠশিল্পী, চিত্রনায়ক, পরিচালক, উপন্যাসিক। তিনি ১৮ই অক্টোবর চাঁদপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি শতাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন। সংগীত পরিচালক হিসাবে কাজ করেছেন দুটি চলচ্চিত্রে। চলচিত্র, টেলিভিশন নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে অভিনয় এবং পরিচালনার পাশাপশি প্রয়োজনাও করছেন তিনি। এসডি রুবেল জাতীয় রাজস্ব বোর্ড থেকে ছয় বার সংগীত শিল্পী সিআইপি’র সম্মান অর্জন করেছেন। ১৯৯৯ এবং ২০০৫ সালে বাংলাদেশ ফিল্ম জার্নালিস্ট (বাচসাস) থেকে শ্রেষ্ঠ সংগীত শিল্পী অ্যাওয়ার্ড লাভ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :