দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ক্যাম্পটন পার্কের বাংলাদেশি ব্যাবসায়ী হানিফকে নিজ বাসায় গুলি করে পরিকল্পিত ভাবে খুনের অভিযোগ উঠেছে। নিহত হানিফ চাঁদপুর জেলার মতলব থানার নারগাও ইউনিয়নের ননদিখোলা গ্রামের বাসিন্দা।
গতকাল (২৫ জুলাই) সন্ধ্যায় ঘটনার পর দুই সিকিউরিটির একজন কেও এখনো পর্যন্ত পাওয়া যায় নি। সিকিউরিটি এলার্ম কোম্পানির লোকজন এসে বাসায় দেখতে পায় হানিফের রক্তাক্ত নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে।
স্থানীয়দের মতে, হানিফ দক্ষিণ আফ্রিকার একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার নিরাপত্তার জন্য সর্বদা দুইজন সিকিউরিটি তার বাসার সামনে থাকতো। ঘটনার সময় তারা কোথায় ছিলো এবং ঘটনার পর থেকে কোন সিকিউরিটি পাওয়া যায়নি কেন?
এদিকে, নর্থওয়েস্ট প্রভিন্সের ওডসডাল এলাকায় আব্দুস সালামকে (২৮) গত ১৭ জুন আনুমানিক রাত ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারী বাসার জানালায় গিয়ে তার নাম ধরে ডাক দেয়। সে রুমের জানালার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে তাকে তাৎক্ষণিক গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :