বাংলাদেশের চলমান বন্যায় বিপর্যন্ত ফেনী-নোয়াখালী-কুমিল্লা সহ ১২ জেলার মানুষের ত্রাণ ও পুনর্বাসনের জন্য অর্থ সহায়তা দিয়ে সাহায্য করবে আফ্রিকা মহাদেশের বাংলাদেশিদের প্রাণপ্রিয় সংগঠন "ইসলামিক ফোরাম অব আফ্রিকা।"
ফোরামের সভাপতি মো. মোশাররফ হোসাইন জানান, ফেনী-নোয়াখালী-কুমিল্লা সহ ১২ জেলার প্রায় অর্ধকোটি মানুষের মৌলিক চাহিদা পূরণে ১০ জনের একটি ট্রিম গঠন করে আমরা আমাদের সদস্যদের সহযোগিতায় একটি তহবিল গঠন করেছি। মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, মাফুথুসহ দক্ষিণ আফ্রিকায় বসবাসরত আমাদের সর্বপর্যায়ের জনশক্তির প্রাপ্ত অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি ইনশাআল্লাহ।
ফোরামের জেনারেল সেক্রেটারি ইব্রাহিম আহমেদ বলেন, বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেক প্রবাসী বাংলাদেশি যার যার সামর্থ্য অনুসারে এগিয়ে আসলে একটি শক্তিশালী ফান্ড বন্যার্তদের জন্য পাঠাতে পারব ইনশাআল্লাহ।
সহকারী জেনারেল সেক্রেটারি ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি আবুল কাশেম বলেন, আমরা প্রবাসী বাংলাদেশিরা নিজেদের সামর্থ্যের মধ্য থেকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে সহযোগিতায় এগিয়ে আসতে আহ্বান জানাই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :