দক্ষিণ আফ্রিকায় ফরেইন ট্রাস্ট অব ফেনী নামে একটি ট্রাস্টি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। বিবার (১৫ সেপ্টেম্বর) জোহানেসবার্গের মেফেয়ারে বিকেল সাড়ে ৩ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মিছবাহ উদ্দিন ফারুকের সভাপতিত্বে উপদেষ্টা মনোনীত করা হন আবু তাহের, মিছবাহ উদ্দিন ফারুক ও আমজাদ হোসেন চয়ন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক নজরুল ইসলামকে আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সদস্যরা হলেন- নজরুল ইসলাম সবুজ, আব্দুল হান্নান, আবু তৈয়ব খোকন, দেলোয়ার হোসেন রনি, নুরুল আলম, মোহাম্মদ হাছান, দ্বীন মুহাম্মদ রুবেল, মোহাম্মদ কিরণ, আব্দুর রহিম, আব্দুল আজিজ, জিয়া উদ্দিন, আশ্রাফ আলী, পারভেজ আহমদ, শাহীন আহমদ, কাজী মুন্না, কবির আহমদ ও বাহার উদ্দিন।
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, ফেনীর সাম্প্রতিক বন্যা ও পুনর্বাসনের জন্য নতুন এই সংগঠন দুই লাখ টাকার ফান্ড সংগ্রহ করেছেন। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমুলক ও সেবাধর্মী কার্যক্রম গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :