AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ কোরিয়া সাগরে ডুবে দুই বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫৩ পিএম, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়া সাগরে ডুবে দুই বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার বুসানে হিয়ন্দে সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে দুই বাংলাদেশিসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো বাংলাদেশিরা হলেন- সাকিবুর রহমান সঞ্জীব ও সৈকত হাসান শান্ত। অন্য দু’জন পাকিস্তান এবং লাওসের নাগরিক ছিলেন।

জানা যায়, নবান্ন উৎসব উপলক্ষে টানা কিছুদিন বন্ধ থাকার কারণে কয়েকজন বন্ধুর সাথে কোরিয়ার জনপ্রিয় সমুদ্র সৈকত হিয়ন্দ বিচে ঘুরতে যান বাংলাদেশি সাকিবুর রহমান সঞ্জীব ও সৈকত হাসান শান্ত। বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন তারাও। দুজনই সাগরের তীব্র ঢেউয়ের কারণে ভেসে অনেক দূরে চলে যান। 

পরে জরুরি সহায়তার ১১৯ নম্বরে ফোন করা হলে কিছুক্ষণের মধ্যে উদ্ধারকারী দল তাদের সমুদ্র থেকে তুলে নিয়ে আসে। কিন্তু ঘটনাস্থলেই মারা যান সঞ্জীব। সৈকত হাসান শান্তকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান একদিকে সমুদ্র ছিল উত্তাল, অন্যদিকে ছুটির কারণে অন্য সময়ের তুলনায় সমুদ্রের নিরাপত্তাকর্মী কম থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। 

মৃত দুই জনের বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। জানা গেছে, সাকিবুর রহমান সঞ্জীব বেলাবো উপজেলার দড়িকান্দি গ্রামের বাসিন্দা এবং সৈকত হাসান শান্ত একই উপজেলার টেকপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। 

সর্বোচ্চ পঠিত - প্রবাস

Link copied!