দক্ষিণ আফ্রিকার নর্দাণকেপ প্রদেশে কৃষ্ণাঙ্গো সন্ত্রাসী হাতুড়ি দিয়ে আশিক নামে এক বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করেছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে করুমানে কার্টন নামক এলাকায় আশিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।
এই নির্মম হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়। আশিক দোকানের ভিতর এবং বাহিরে ঝাড়ু দেয়ার সময় দুজন কৃষ্ণাঙ্গ (কাষ্টোমার) বাহিরে দাড়িয়ে থাকে। দোকানের সামনে ঝাড়ু দেয়া শেষ করে দোকানে ভিতরে ঢুকলে কৃষ্ণাঙ্গের কোমরে লুকানো হাতুড়ি দিয়ে পেছন থেকে আশিকের মাথায় আঘাত করে। সে মাটিতে লুটিয়ে পড়েলে ১২-১৪ বার তার মাথা ও মুখে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে যাওয়া সময় ক্যাশে থাকা নদগ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।নিহত আশিকের দেশের বাড়ী জানা যায়নি।নিহত আশিককে হত্যার ঘটনায় সেই কৃষ্ণাঙ্গো খুনিকে আজ সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, দেশটির জোহানেসবার্গের অদুরে বেননী শহরে গতকাল সন্ধ্যায় দুই পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করেছে দুস্কৃতিকারীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :