দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার (১৯,২০ অক্টোবর) সকাল ১০ টায় ২ দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির জোহানিজবার্গের ইকসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে সাবেক সভাপতি ও কেন্দ্রীয় তারবীয়াহ বিভাগের সম্মানিত পরিচালক মিছবাহ উদ্দিন ফারুকের তত্বাবধানে জেনারেল সেক্রেটারী ইব্রাহীম আহমেদের ব্যবস্থাপনায় ও সহকারী জেনারেল সেক্রেটারী আলী আকবরের সঞ্চালনায় দারসূল কোরআন (অনলাইন) প্রদান করেন ইসলামি চিন্তাবিদ অধ্যাপক মফিজুর রহমান, লন্ডন।
আলোচনা অনলাইনে রাখেন,শিক্ষাবিদ ও বিশ্লেষক অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হান্নান, শিক্ষাবিদ ও গবেষক ইসহাক খন্দকার।
এসময় আলোচনা করেন কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য ও কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী আবুল কাশেম, কেন্দ্রীয় পরামর্শ সভার অন্যতম সদস্য মাওলানা আব্দুল হান্নান মোল্লা, কাজী আব্দুল হান্নান, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য আব্দুল মুনিম মুন্না, আবু তৈয়ব খোকন, মুন্সী হাসান ইমাম অপু, মো. শরীফ উদ্দিন।
এসময় সাধারণ জ্ঞান ও বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী এবং আলোচনায় সর্বোচ্চ মনোযোগীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সর্বোচ্চ উপস্থিতি (প্রভিন্স), ও সর্বোচ্চ কর্মী বৃদ্ধির জন্য নর্থ ওয়েস্ট প্রভিন্সকে পুরস্কার প্রদান করা হয়।
সার্বিক সহযোগিতা করেন আশফাকুজ্জামান দীপু, আমীরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্যাহ, সাইফুল ইসলাম, মোয়ারেফ হোসেন রতন, শেখ মাসিদ, রবিউল আউয়াল, নিজাম উদ্দিন, ইলিয়াস মামুন, আব্দুর রাকীব, নাসির উদ্দিন প্রমুখ।
পরিশেষে কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী আলী আকবরের শ্রদ্ধেয় পিতার মৃত্যুতে শোকপ্রকাশ করে দোয়া ও মুসলিম উম্মাহর শান্তি কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি করা হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :