অবৈধ পথে বন জঙ্গল পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার (সড়ক) পথে শেখ হাবিবুর রহমান নামে এক বাংলাদেশি ম্যালেরিয়া আক্রান্ত হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।ইন্নালিল্লাহি.... রাজিউন।
জানা যায়, শেখ হাবিবুর রহমান বাংলাদেশ থেকে কঙ্গো হয়ে সড়ক পথে গত দুই সাপ্তাহ পূর্বে প্রবেশ করেন দক্ষিণ আফ্রিকায়।পথিমধ্যে আসার সময় তিনি ম্যালেরিয়া আক্রান্ত হন। জীবন জীবিকার উদ্দেশ্যে তিনি দেশটির ফ্রি স্টেট প্রভিন্সের বসফ এলাকায় অবস্থান করেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্লুমফন্টেইন হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করেন।
মৃত শেখ হাবিবুর রহমানের দেশের বাড়ি গাজীপুর জেলার রাজেন্দ্রপুর থানায় বলে জানা গেছে। দেশে তার তিন শিশু সন্তান রয়েছে। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন বসফ কমিউনিটি নেতা ফখরুল ইসলাম আরিফ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :