বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন করা হয়েছে।শুক্রবার (১, নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিন রাতে রাজধানী মালের একটি বাঙালি রেস্তোরাঁয় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠান উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।
দৈনিক নয়া দিগন্তের মালদ্বীপ প্রতিনিধি ওমর ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাবুল হোসেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং দেশটিতে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিত্বকারী বাংলা প্রেসক্লাবের সভাপতি এমরান হোসনে তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাদের, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এনবিএল মানি ট্রান্সপার লিমিটেডের কর্মকর্তা হায়দার আলী সাবু, বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি শাহ আলম, মো. ফারুক, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, সহ-দপ্তর সম্পাদক আবদুল মান্নান, মালদ্বীপ শাখা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মুন্না, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব নুর নবী মানিক, যুবদলের নেতা আল-আমীন, মাহবুব আলম, জুয়েল শিকদার, টায়রা এক্সপ্রেস এর ম্যনেজার সবুর তালুকদার, আবদুল অহিদ ও হুমায়ুন গাজী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা বলেন, বিগত ১৬ বছর বহু প্রতিকন্ধকতার মুখোমুখী হয়েছে ‘দৈনিক নয়া দিগন্ত’।ফ্যাসিস্ট সরকারের আমলে নয়া দিগন্ত ছিল মেঘাচ্ছন্ন।বার বার বাধাগ্রস্ত হয়েছে পথচলা।তবুও থেমে যায়নি পত্রিকাটি।বরং পাঠক প্রিয়তায় অনন্য উচ্চতায় আসীন হয়েছে।দৈনিক নয়া দিগন্ত নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অনন্য।জাতির দৃষ্টি কেড়েছে বার বার।
অনুষ্ঠানে বাংলা প্রেসক্লাবের সভাপতি বলেন, গত ১৬ বছর আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল।জুলাই -আগস্ট বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ এর সূচনা হয়েছে।এ বিপ্লবকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।নয়া দিগন্ত অনেক প্রতিকূলতা মাড়িয়ে আজকে এ অবস্থানে এসেছে। আগামীতে নয়া দিগন্তের পথচলা সুন্দর হোক।
প্রধান অতিথির বক্তব্যে সভাপতি খলিলুর রহমান ২০ বছর পূর্তিতে নয়া দিগন্তকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নয়া দিগন্তের দীর্ঘ পরিক্রমার ইতিহাস রয়েছে।তাই নয়া দিগন্তকে আরো এগিয়ে যেতে হবে।আপনি যদি সত্য প্রকাশ করেন, নীতিতে অটল থাকেন তাহলে আপনার সমালোচনা হলেও জনপ্রিয়তা বাড়বে।
তিনি আরো বলেন, নয়া দিগন্ত পত্রিকা দেশ এবং প্রবাসের অনেক পাঠকের কাছে জনপ্রিয়।তাদেরকে প্রত্যেকটা সেক্টরে আরো উন্নতি করতে হবে।সাংবাদিকরা যেনো বাঁধাহীন ভাবে মতামত প্রকাশ করতে পারে।মূলনীতিতে অটল থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এবং নয়া দিগন্তের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।
সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে মালদ্বীপ প্রবাসী বিভিন্ন শ্রেনি পেশার নয়া দিগন্তের পাঠক শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মালদ্বীপের বাংলাদেশি প্রতিষ্ঠান `ঢাকা ট্রেডার্স।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :