AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাউথ এশীয় পর্যটন ও বাণিজ্যিক অ্যাওয়ার্ড পেলো দুই মালদ্বীপ প্রবাসী


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
০২:৩৩ পিএম, ১২ নভেম্বর, ২০২৪
সাউথ এশীয় পর্যটন ও বাণিজ্যিক অ্যাওয়ার্ড পেলো দুই মালদ্বীপ প্রবাসী

দক্ষিণ এশীয় পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ এশিয়ান এক্সিলেন্স অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি দ্যা ফ্রেন্ডশিপ ট্যুর এন্ড ট্রাভেলস্ এর কর্ণধার আব্দুল মান্নান ও ইভলম্যান্ডস প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোহাম্মদ শাকিল আহমেদ। 

রবিবার (১০ নভেম্বর) রাতে নেপালের রাজধানী কাঠমান্ডুর হোটেল ইয়েলো প্যাগোডার অডিটোরিয়ামে সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (সামিট) এর ষোল‍‍`তম আসরে তাদের এ পুরস্কার দেওয়া হয়। 

পুরুষ্কার প্রদানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল সরকারের জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাডকা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেপাল সরকারের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী প্রদীপ পাউডেল। 

অনুষ্ঠানের আয়োজক ও সমন্বয় করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ এর পরিচালক ও প্রধান সমন্বয়কারী এম গোলাম ফারুক মজনু।এবং উপস্থাপনায় ছিলেন নেপালী দুই তরুণী রোশনি শ্রেষ্ঠ ও নিশা কার্কি।

ষোল‍‍`তম এই আসরে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, আফগানিস্তান, পাকিস্তান সহ মোট ৮টি দেশের চব্বিশ জন বরেণ্য ব্যক্তিকে পুরুষ্কার ও সংবর্ধনা প্রদান করেন সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ (সামিট)। 

পুরুষ্কার অর্জন সম্পর্কে প্রবাসী আবদুল মান্নান ও শাকিল আহমেদ বলেন, সাউথ এশীয় মর্যাদাপূর্ণ এ স্বীকৃতি পেয়ে আমরা মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি হিসেবে অত্যন্ত সম্মানিত বোধ করছি।সেইসাথে মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের ভালবাসা আর বাংলাদেশে আমাদের সব অংশীজন এবং টুরিজম শিল্পের সমর্থনের প্রশংসা করছি। 

উক্ত অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার পর্যটন ও বাণিজ্যিক শিল্পের সম্ভাবনাময় দিকগুলোর বিষয়ে গুরুত্ব আরোপ করে আগন্তুক অতিথিরা আলোচনা করেন এবং অনুষ্ঠানে পর্যটন ও বাণিজ্যিক শিল্পের উন্নয়নে সাউথ এশীয় দেশগুলোর পারস্পরিক সম্প্রীতির কথা উল্লেখ্য করেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!