দীর্ঘ দশ বছর দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী রাজিব হোসেন দেশে গিয়ে পাহাড়ি পথে আসার সময় ম্যালেরিয়া আক্রান্ত হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
জানা যায়, দীর্ঘ এক বছর ছুটি কাটিয়ে ঢাকা থেকে মোজাম্বিকে আসেন। সেখান থেকে (সড়কে) পাহাড়ী পথে দক্ষিণ আফ্রিকা প্রবেশের সময় পাহাড়ে নিজের অজান্তেই ম্যালেরিয়া আক্রান্ত হন। এখানে এসে এক সপ্তাহের মধ্যে অসুস্থ হলে জোহানেসবার্গের বারাগোনাথ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাজিব হোসেন শনিবার (৯ নভেম্বর) হাসপাতালে মৃত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি…. রাজিউন।
মরহুম রাজিব হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাড়সা গ্রামের বাসিন্দা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :