AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপে জমকালো আয়োজনে ‘জিএস স্পোর্টসের’ ফুটবল টুর্নামেন্ট


Ekushey Sangbad
ওমর ফারুক খোন্দকার (অনিক), মালদ্বীপ
১২:৫২ পিএম, ৮ ডিসেম্বর, ২০২৪
মালদ্বীপে জমকালো আয়োজনে ‘জিএস স্পোর্টসের’ ফুটবল টুর্নামেন্ট

মালদ্বীপে প্রবাসীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশটিতে বাংলাদেশিদের সংগঠন ‘জিএস স্পোর্টিং ক্লাব’। প্রবাসীদের বিনোদনের জন্য মালের প্লে-গ্রাউন্ডে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কারসহ মোট পাঁচটি দেশের ২২টি দল অংশ নিয়েছেন। অনুষ্ঠিত এই দিবারাত্রির টুর্নামেন্টে বসবাসরত প্রবাসীদের মাঝেই সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 

বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়াসহ কাজের পাশাপাশি খেলাধুলাতেও প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মালদ্বীপে হয়ে গেলো পাঁচদেশীয় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট।ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কারসহ এই টুর্নামেন্টে মোট পাঁচটি দেশের ২২টি দল অংশ নিয়েছেন।প্রবাসীদের দিবারাত্রির এই টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল টিম (বিএফটি) বনাম ভারতীয় কোম্বান্স টিম।হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে টাইব্রেকারে ৬-৭ গোলে ভারতীয় প্রবাসীদের কাছে হারে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল টিম (বিএফটি)। 

শুক্রবার (৬, ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে দিবারাত্রির এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। গোলরক্ষক সিয়াম এর নৈপুণ্যে, জয়ের আশা দেখালেও শেষপর্যন্ত শিরোপা হাতছাড়া করে পেলেন প্রবাসী (বিএফটি) ফুটবল টিম। এদিন হারলেও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ফাইনাল খেলাও উপভোগ্য করে তুলেন।যেনো পরিণত হয়েছে কিছু সময়ের জন্য নীলসাগরের বুকে লাল সুবজের এক টুকরো বাংলাদেশে। 

তবে ফুটবল মাঠে নিজের জন্মদিনের ব্যতিক্রমী উদযাপনে উচ্ছ্বাস প্রকাশ করে আয়োজক ও কলাকুশলীদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এমন খেলার আয়োজন করবেন বলে জানান প্রধান অতিথি বাংলাদেশি বংশোদ্ভূত মালদ্বীভিয়ান সিটিজেনশিপ ব্যবসায়ী মো. দুলাল হোসেন। 

প্রবাসের মাটিতে খেলাধুলার আয়োজন খুব একটা দেখা যায় না। তবে বিজয় দিবসের এমন আয়োজনে প্রবাসীদের উৎসাহের কমতি ছিলোনা। রাজধানী মালের ফুটসাল প্লে-গ্রাউন্ডে অসংখ্য প্রবাসীর উপস্থিতি তেমনটাই জানান দিয়েছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন , মো. ফারুক, হোসাইন শাহেদ ও এরশাদ মোল্লা।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মরা বঞ্চিত হচ্ছে খেলাধুলাসহ নানারকম বাংলা সংস্কৃতির বিনোদন থেকে। তাই বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের বিনোদনের জন্য এই পাঁচদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন বলে জানান আয়োজক ‘জিএস স্পোর্টিং ক্লাব’ সদস্য মো. শাওন, মো. আসিক, মো. মাছুম, মো. রাব্বি ও মো. আনিছ। 

পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা ডে-এর খেলোয়াড়দের হাতে উপস্থিত অতিথিরা ট্রফি ও নগদ প্রাইজমানি তুলে দেন। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল বাংলাদেশি মালিকানাধীন ভিউ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড ও শিন্টক্স প্রাইভেট লিমিটেড।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!