দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের জোহানসবার্গের বক্সবার্গে ডাকাতের গুলিতে আহত নুর নবী রিপন নামে এক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহতের মামাতো ভাই আব্দুল আজিজ জানান, গত তিন মাস আগে রিপন রাতে দোকান বন্ধ করার সময় হঠাৎ দুই জন ডাকাত ভিতরে ঢুকতে চেষ্টা করে। ঢুকতে না পেরে ডাকাতের ছোড়া গুলিতে নুর নবী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে ও আর থাম্বো মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ তিন মাস হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার ১৮ ডিসেম্বর ভোরে রিপন মৃত্যু বরণ করে।
নিহত রিপন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা। তিন বছর আগে জীবীকার টানে দক্ষিণ আফ্রিকায় আসেন। বক্সবার্গে তার মামা শশুর আলমগীর হোসেনের দোকানে তিনি চাকরি করতেন। তার মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :