বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দক্ষিণ ইথিওপিয়ায় সিদামা রাজ্যে বোনা জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জন নিহত হয়েছে। ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাসটি যাত্রীদের নিয়ে একটি আঁকাবাঁকা রাস্তা দিয়ে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিল। পথে মধ্যে রাস্তা থেকে সেতুতে ওঠাতে বাসটি নদীতে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলে ৭১ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অনেকেই তাদের পরিবারের একাধিক সদস্যকে হারিয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার দক্ষিণে প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরে সিদামা রাজ্যে যাত্রী ভর্তি একটি বাস নদীতে পড়ে যায়। এসময় ৬৮ জন পুরুষ ও ৩জন মহিলা দুর্ঘটনায় নিহত হয়। আহতদের বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ৫ জনের অবস্থা আশংকাজনক।
সিদামা পুলিশ কমিশন ট্রাফিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টরেট বলেছে, "এ পর্যন্ত ৬৮জন পুরুষ এবং ৩ জন মহিলা দুর্ঘটনায় মারা গেছে বলে জানা গেছে।
সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনিয়েলেহ সিমিওনও রয়টার্স বার্তা সংস্থাকে নিশ্চিত করেছেন যে ৭১ জন মারা গেছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :