AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপের সিটি করপোরেশনকে গাছ উপহার দিলেন বাংলাদেশি মোত্তাকি


Ekushey Sangbad
প্রবাস ডেস্ক
০৮:৪৭ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
মালদ্বীপের সিটি করপোরেশনকে গাছ উপহার দিলেন বাংলাদেশি মোত্তাকি

নতুন বছরে বৃক্ষরোপণ কর্মসূচি প্রসারিত করার লক্ষ্যে মালদ্বীপের রাজধানী মালের সিটি কাউন্সিলকে প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির ছায়াযুক্ত গাছ উপহার দিয়েছেন দেশটির দ্বিতীয় বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান মিয়ান্জ ইন্টারন্যাশনাল কলেজ (এমআইসি)। 

সম্প্রতি মালে সিটি কাউন্সিলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে সিটি মেয়র আদম আজিমের কাছে এই গাছগুলো হস্তান্তর করেন বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শিক্ষা উদ্দোক্তা আহমেদ মোত্তাকি। 

বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ মোত্তাকি বলেন, ‘ফর দ্য নেশন, সিএসআর উদ্যোগে ‍‍`লেটস গ্রিন ইট, কর্মসূচির আওতায় (এমআই) কলেজের পক্ষ থেকে মালের সিটি কাউন্সিলকে আমরা তিন শতাধিক গাছ উপহার দিয়েছি।’

 

তিনি বলেন, এই গাছগুলোর বীজ আমরা বাংলাদেশ থেকে এনেছি। এরপর আদ্দু শহরে আমাদের (এমআই) কলেজের নার্সারিতে বড় করে এখন আমরা এইগুলা ডিস্টিভিউ করতেছি। আগামীতে দেশটির সবুজায়নের লক্ষ্যে অন্যান্য দ্বীপগুলিতে দেওয়ার কথাও জানান তিনি।

(এমআই) কলেজটির উপহার দেওয়া ছায়াযুক্ত গাছ গুলোর মধ্যে ৬০টি টার্মিনালিয়া, ৪০টি ডেনোলিক্স রেজিয়া প্ল্যান্ট এবং ২০০টি স্প্যানিশ চেরি গাছ ছিলো। 

দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম কোনো কৃষি কার্যক্রম চালু করে বাংলাদেশি মালিকানাধীন (এমআই) কলেজটি। দেশটির আদ্দু শহরে কলেজটি তাদের স্কুল অফ এগ্রিকালচারের বাগান তৈরির কোর্স দিয়ে প্রাথমিকভাবে তাদের কর্যক্রম শুরু করে ২০২২ সালের ১০শে, মে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!