দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের কাটু এলাকায় মালাবাহী ট্রাকে সরাসরি গুলি করে আরিফুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে ডাকাতদল।
নিহত আরিফুল ইসলাম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালির বাজার এলাকায় বাসিন্দা।
জানাযায়, আরিফ গ্রোসারী দোকানের মালবাহী ট্রাক নিয়ে ওলিফানছুক টাউন থেকে কাটু শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতদল তাকে ট্রাক থামানোর জন্য বন্দুক তাক করলে সেও ট্রাক না থামালে ডাকাতদল সরাসরি তার মাথায় গুলিকরে।
তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে আই.সি.ইউতে জীবনের শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
নিহত আরিফুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :