AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের বিভিন্ন দাবী নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৮:০১ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের বিভিন্ন দাবী নিয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি

দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের নানাবিধ সমস্যা সমাধানে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন সাউদার্ন আফ্রিকা।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বাসভবনে দেখা করে তার হাতে ১০ দাবি তুলে ধরে একটি চিঠি দিয়েছে সংগঠনের কর্মকর্তা দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমজাদ হোসেন চয়ন ও তার প্রতিনিধি দল।

এতে বলা হয়, দক্ষিণ আফ্রিকাসহ সাউদার্ন আফ্রিকার প্রবাসীরা অত্যন্ত ঝুঁকি নিয়ে ব্যবসা-বাণিজ্য এবং চাকরির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু এ অঞ্চলের সাথে পূর্বেকার সরকারের কূটনৈতিক তৎপরতা না থাকায় নানা সুযোগ-সুবিধা বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।

এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহযোগিতা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাউদার্ন আফ্রিকার ১০ দাবি নিম্নরুপ :

১. প্রবাসীদের লাশ যথাযথ মর্যাদাসহ বিনা খরচে দেশে আনার ব্যবস্থা করা এবং পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা।

২. ই-পাসপোর্ট সেবা চালু করা।

৩. নতুন পাসপোর্ট আবেদন এবং নবায়ন ফি কমানো।

৪. দূতাবাসে সেবার মান বাড়ানো এবং তরান্বিত করা।

৫. প্রবাসীদের সেবা নিশ্চিত এবং তরান্বিত করার জন্য প্রবাসীদের মধ্য থেকে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করা।

৬. দূতাবাসকে সম্পূর্ণ দলীয় এবং সিন্ডিকেট মুক্ত করা।

৭. বিমান টিকিটের দাম কমানোর বিশেষ উদ্যোগ নেয়া।

৮. সাউদার্ন আফ্রিকার যেসব দেশে দূতাবাস নেই, সেখানে কমপক্ষে কনস্যুলেট সার্ভিস চালু করা।

৯. ঢাকা বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধ করা।

১০. বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস স্থাপনের ব্যাপারে রাষ্ট্রীয় সম্পর্ক এবং দূতাবাসের কার্যকরী তৎপরতা বাড়ানো।

 

 

একুশে সংবাদ/আ.য
 

Link copied!