থার্টি ফার্স্ট নাইটে তাহাজ্জুদ নামাজরত অবস্থায় মোহাম্মদ সুমনকে (৪০) নির্মমভাবে নির্যাতন করে হত্যার আসামী ৩ কৃষ্ণাঙ্গ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে মোহাম্মদ সুমন হত্যার সাথে জড়িত ৩ জন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি মঙ্গলবার ৩১ ডিসেম্বর রাত ২টার দিকে দেশটির নর্থওয়েস্ট প্রভিন্সের মাকওয়াসি গ্রামে গভীর রাতে স্থানীয় কৃষ্ণাঙ্গ নাগরিক মোহাম্মদ সুমনের দোকানের পেছনের টিন কেটে ভিতরে ঢুকে। এসময় সুমন তাহাজ্জুদ নামাজরত অবস্থায় ছিলেন। তার মুখে টেপ মুড়িয়ে, হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে।
বুধবার (১ জানুয়ারি) সুমনের দোকান সারাদিন বন্ধ দেখে সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা পুলিশকে খবর দেয়।পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় সুমনের মুখে টেপ মুড়ানো, হাত পা বাঁধা অবস্থায় মৃত দেহ। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তার মৃত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
নিহত মোহাম্মদ সুমন (৪০) লক্ষীপুর জেলার দালাল বাজারের পুর্ব নন্দনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। দেশে তার স্ত্রী ও এক সন্তান রয়েছে। তার অস্থায়ী ঠিকানা ঢাকার গুলশান বনানীর ১১ নং রোড়ের বল্ক-ডি, ২৪ নং বাসা। নিহত সুমনের মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন মাকওয়াসির কমিউনিটি নেতা ও সিলেট এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সুমন আহমদ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :