মালদ্বীপ সফররত বিএনপির সাবেক কুমিল্লা সদর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার সঙ্গে দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীদের সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা দলীয় ঐক্য ও সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
শনিবার (৮ই ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে এগারোটায় রাজধানী মালের লেমনগ্রাস রেস্টুরেন্টে সৌজন্যে সাক্ষাতটি অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি আলতাফ হোসেন, মুক্তার হোসেন, আলমগীর মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী, দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক, মোহাম্মদ পিয়াস ইসলাম, জামাল খান প্রমুখ।
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা সৌজন্য সাক্ষাৎ-এ বলেন, দলীয় ভ্রাতৃত্ববোধকে আরো সুদৃঢ় করবে ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মালদ্বীপে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের এমন সুন্দর উদ্যোগ, শুধু প্রবাসী নেতাকর্মীদের মধ্যে নয়, বরং দেশের রাজনৈতিক নেতাকর্মীরাও ইতিবাচক বার্তা পাবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :