দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘ই-পাসপোর্ট’ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুতাবাসের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম।
মান্যবর হাইকমিশনার জনাব শাহ আহমেদ শফী`র সভাপতিত্বে ও দুতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে শুভেচ্ছা বক্তব্য দেন মিশনের প্রথম সচিব ড. কাজী মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মকসুদ মাওলা, সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন, মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা গিয়াসুদ্দিন মিয়া, কমিউনিটি নেতা জহিরুল আলম তরুন।
এ সময় উপস্থিত ছিলেন মিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ই-পাসপোর্ট স্থাপনের জন্য ঢাকা থেকে আগত কারিগরীদলের সদস্য এবং ইসলামিক ফোরাম অব আফ্রিকা`র নেতৃবৃন্দ, দক্ষিণ আফ্রিকা বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ পরিষদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক কমিউনিটির নেতৃবৃন্দ।
প্রিটোরিয়াস্থ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধনের ফলে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার সাতটি দেশ ইসোয়াতিনি, লেসোথো, বতসোয়ানা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক ও নমিবিয়ায় বসবাসরত প্রায় তিন লক্ষ বাংলাদেশির দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হলো। এসব দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা এখন থেকে ই-পাসপোর্টের জন্য মিশনে আবেদন করতে পারবেন।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :