AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন


Ekushey Sangbad
আজিজুল আম্বিয়া, লল্ডন
০৮:২৮ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
লন্ডনের ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের  আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আলোচনা সভা,  দেশাত্মবোধ গান আর কবিতা আবৃত্তির  মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ সেন্টারের মেইন হলে বাংলাদেশ সেন্টারের  আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সেন্টারের ভাইস-চেয়ারম্যান গুলনেহার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় প্রথম পর্বে আলোচনা সভা ও দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধ গানের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ব্রিটিশ বাঙালিদের উপস্হিতি ছিল চোখে পড়ার মত । অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । 

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ফান্ডরাইজিং কনভেনার ময়নুল হক, স্থায়ী সদস্য জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, ভাইস চেয়ার মামুন রশিদ, আজীবন সদস্য এম এ মতিন, প্রেট্টন এ আর খান, জয়েন্ট ট্রেজারার শাদ চৌধুরি, এমদাদ তালুকদার এম বি ই কাউন্সিলর মাহফুজ ফারুক, পার্মানেন্ট মেম্বার শাহনুর খান, পার্মানেন্ট মেম্বার শামছুল ইসলাম সেলিম, লাইফ মেম্বার আকবর হোসাইন,  লেখক ও সাংবাদিক ড. আজিজুল আম্বিয়া , তানজিলা জামান প্রমূখ । 

 

বক্তারা বলেন, ভাষা শহীদদের জীবনের বিনিময়ে আমরা এই ভাষা পেয়েছি । ভাষার মানদন্ডে আমরা বাঙালি জাতি হিসেবে গর্বিত । তাই এভাষার চর্চা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং ভাষার প্রশ্নে বাঙালি জাতি কখনো আপোষ করেনি এবং আগামীতেও করবেওনা । ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে অনুরোধ করেন । পরবর্তাতে সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক  ফখরুল আম্বিয়ার পরিচালনায় দ্বিতীয় পর্বে কবিতা আবৃতি করেন মাহফুজা তালুকদার, ফয়েজ নুর, আজম ফারুক, গুলনাহার খান, নাজমা কবির, মুজিবুল হক মনি, মিছবাহ জামাল ও স্নিগ্ধা মিস্টি  এবং সংগীত পরিবেশন করেন প্রীতম ও শেফালী।


পরিশেষে সেন্টারের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেন্টারের সদস্য ও আমন্ত্রিত অতিথি বন্দ।
 

একুশে সংবাদ//এ.জে

Link copied!