AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামিক ফোরামের ঘাউটেং সভাপতি শরীফ উদ্দিন সেক্রেটারী মোয়ারেফ হোসেন


Ekushey Sangbad
মো.শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা
০৯:১২ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ইসলামিক ফোরামের ঘাউটেং সভাপতি শরীফ উদ্দিন সেক্রেটারী মোয়ারেফ হোসেন

দক্ষিণ আফ্রিকায় প্রবাসি বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের সভাপতি নির্বাচন ও সেক্রেটারী মনোনীত হয়েছে। 

রোববার সকাল ১১ টায় জোহানেসবার্গের ফোর্ডসবার্গের লিলিয়ান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক জনশক্তি সমাবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। 

ফোরামের সভাপতি আলী আকবরের সভাপতিত্বে কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী ইব্রাহীম আহমেদ ও সহকারী সেক্রেটারি আবুল কাসেমের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। 

বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন, বিশিষ্ট আইনজীবি  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

এসময় বক্তব্য রাখেন, ফোরামের সদ্য বিদায় সভাপতি বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি ও পরামর্শ সভার অন্যতম সদস্য মো. মোশাররফ হোসাইন, সহকারী সেক্রেটারি আবুল কাশেম, মাওলানা সামছুল হক, কাজী আব্দুল হান্নান, মাওলানা আব্দুল হান্নান।

আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য আব্দুল মুনিম মুন্না, আবু তৈয়ব খোকন, ফোরামের সদস্য মাওলানা আব্দুল হান্নান মোল্লা, মুন্সি হাসান ইমাম অপু, নিজাম উদ্দিন, মো. ইলিয়াস মামুন প্রমুখ। 

জনশক্তি সমাবেশে ঘাউটেং প্রভিন্সের সকল সদস্য ভাইদের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য ঘাউটেং প্রভিন্সের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শরীফ উদ্দিন। এবং সেক্রেটারী মনোনীত হয়েছেন মোয়ারেফ হোসেন রতন। 

 ২০২৫ সালের জন্য মনোনীত দায়িত্বশীলরা হলেন- সহকারী সেক্রেটারী হাফেজ শেখ মাসিদ, অফিস সম্পাদক আবু নাঈম, দাওয়াহ সম্পাদক আব্দুর রাকিব, প্রচার ও মিডিয়া সম্পাদক নাসির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক শাহেদ মাহমুদ। 

পরিশেষে দেশ-বিদেশি সকল মুসলিম উম্মাহর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!