আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মালদ্বীপে অনুষ্ঠিত হয়েছে ফুটসাল টুর্নামেন্ট।সারাদিনের বৃষ্টি উপেক্ষা করেও প্রবাসীদের এই ফুটসাল টুর্নামেন্টের উন্মাদনা ছিলো তুঙ্গে।দৈনন্দিন কর্মব্যস্ততার পাশাপাশি দেশটিতে অবস্থানরত রেমিট্যান্স যোদ্ধাদের উজ্জীবিত করতে এই টুর্নামেন্টের গ্রাউন্ড স্পন্সরে ছিলেন- বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান `ঢাকা ট্রেডার্স।
বিশ্ব পর্যটনে খ্যাতি অর্জন করা মালদ্বীপের দূরত্ব প্রায় বাংলাদেশ থেকে ৩হাজার কিলোমিটার।হৃদয়ে লাল সবুজের মাহাত্ম্য ধারণ করে, দূর দেশে থেকেও মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে ভুলেননা বাংলাদেশিরা।দেশকে প্রতিনিধিত্ব করেন নানা উৎসাহ উদ্দীপনায়। তেমনিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে, দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নানা কর্মসূচি পালনের পাশাপাশি আয়োজন করেন ফুটসাল টুর্নামেন্টেরও। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কান, স্বাগতিকদেশসহ মোট পাঁচটি দেশের ২০টি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেন দেশীয় ফুটবল ক্লাব `ডিএফটি,।
সাপ্তাহিক ছুটির দিন সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি ছিলো, তবুও দিনব্যাপী খেলা চলে রাজধানীর ফুটসাল মাঠে। খেলায় অংশ নেয়া দলগুলি একে একে বিদায় নিলেও ফাইনাল ম্যাচটি শুরু থেকেই ছিল উত্তেজনায় ভরা।দুই দলই নির্ধারিত সময়ে সমতায় থাকায় ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস উত্তেজনায় শ্রীলঙ্কান লায়ন্সকে ৩-৪ গোলে হারিয়ে প্রবাসী বাংলাদেশিদের তিলাফুশি ফুটবল ক্লাব জয় ছিনিয়ে নেয়।
পুরুষ্কার বিতরনীয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।এসময় তিনি বিজয়ী দল ও রানার্সআপ দলকে পুরস্কার এবং নগদ প্রাইজমানি তুলে দিয়ে এমন সুন্দর ফুটসাল টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান।
একইসময়ে তিনি বলেন প্রবাসে এই ধরনের ক্রীড়ার আয়োজন শুধু শারীরিক সুস্থতার জন্য নয়, এটি মানসিক প্রশান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তিনি আগামীতে প্রবাসীদের নিয়ে এমন বিনোদনমূলক আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
পুরুষ্কার বিতরনীয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্স এর কর্ণধার বাবুল হোসেন ও ব্যবসায়ী আক্তার হোসেন প্রমুখ।
এসময় তারা বলেন, ভিনদেশের মাটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট প্রবাসীদের জন্য হয়ে উঠেছিল এক অনন্য উৎসব।এমন আয়োজন ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের খেলাধুলার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে এমনটাই প্রত্যাশা তাদের।
আয়োজক দেশীয় ফুটবল ক্লাবের ম্যানেজার নজরুল ইসলাম মামুন বলেন, আমাদের আশা ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা ফুটসাল টুর্নামেন্টের আয়োজন করার।সেই আশা আমাদের পূরণ হয়েছে। সারাদিন বৃষ্টির মধ্যেও সবাই মিলে খেলছি। খুব ভালো লাগছে, আগামীতেও এমন আয়োজন করার ইচ্ছে পোষণ করেন তিনি।
এদিন বৃষ্টির মধ্যেও প্রবাসীদের উচ্ছ্বাস এবং স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের কারণে, রাজধানী মালের ফুটসাল মাঠে আয়োজিত এই টুর্নামেন্ট রঙিন উৎসবে পরিণত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :