AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালদ্বীপ বিএনপি’র ইফতার পার্টিতে প্রবাসী নেতাকর্মীদের ঢল


মালদ্বীপ বিএনপি’র ইফতার পার্টিতে প্রবাসী নেতাকর্মীদের ঢল

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।দলটির মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান এর সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

মঙ্গলবার (১৮ই, মার্চ) রাজধানী মালের ম্যানহাটন ফিশ মার্কেটের এক অভিজাত রেস্তোরাঁয় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভিনদেশের মাটিতে দেশীয় আমেজের এহেন ইফতার অনুষ্ঠানে এদিন প্রবাসী নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ঢল নামে।

সহ সভাপতি এমরান তালুকদার ও যুগ্ম সম্পাদক রবিউল আলম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।সিনিয়র সহ সভাপতি নেহের মিয়া রানা, মো. শাহ্ আলম, আলতাফ হোসেন, মো. ফারুক,মুক্তার হোসেন মুক্তার,সিনিয়র যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহাজী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বিএনপি মালদ্বীপ শাখার উপদেষ্টা আবদুল ছালিম কুদ্দুস,আলমগীর মজুমদার, রহিম, যুগ্ম সম্পাদক মো. ইয়াসিন মজুমদার,মো. মানিক হোসেন, আবু জাহের,সহ সাংগঠনিক মনির হোসেন,সহপ্রচার মোহাম্মদ পিয়াস,দপ্তর সম্পাদক ওমর ফারুক অনিক ও সহ দপ্তর আবদুল মান্নান,কোষাধ্যক্ষ কাদের আবদুল্লাহ প্রমূখ।

প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন তার ভার্চুয়ালি বক্তব্যে সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।এসময় তিনি বলেন রমজান আত্মশুদ্ধির মাস।এই পবিত্র মাসে অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে সকল ভেদাভেদ ভুলে, দেশ এবং প্রবাসে জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান তিনি।  

সভাপতিত্বের বক্তব্যে খলিলুর রহমান সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে ১৯৭১ থেকে ২০২৪ এই স্বাধীন বাংলাদেশের গনতন্ত্র নিয়ে যতবারই ষড়যন্ত্র হয়েছে ঠিক ততবারই বিএনপির নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।আর এই জন্যই জনগণ বিএনপিকে পছন্দ করে বলে যোগকরেন তিনি।

ইফতারের আগে রোজার ফজিলত, তাৎপর্য ও শহীদ জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিসহ বিশ্ব মুসলিম উম্মাহের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

ইফতার অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাধারণ প্রবাসী বাংলাদেশিরাও।


একুশে সংবাদ// এ.জে

Link copied!